খালেক মণ্ডলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০২| আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০৭
অ- অ+

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মণ্ডলের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের এক মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।

আদালতে শুনানি করেন প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। খালেক মন্ডলের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

রেজিয়া সুলতানা চমন ঢাকাটাইমসকে বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন নির্ধারণ ছিল। তবে সময় আবেদন করার পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্যি করেছেন।’

গত বছরের ২৫ আগস্ট আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৬ জুন মঙ্গলবার ভোরে তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার লক্ষ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠককালে গ্রেপ্তার হন তিনি। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা জামায়াতের এই শীর্ষ নেতা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য।

জানা গেছে, ১৯৭১ সালে শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলিসহ পাঁচজনকে হত্যার দায়ে ২০০৯ সালের ২ জুলাই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করেন রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজি। তার বিরুদ্ধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন রাজাকার বাহিনীর নেতৃত্ব দিয়ে কয়েকটি হত্যাসহ হিন্দু পরিবারের জমি ও বাড়ি দখল করেন তিনি। এছাড়া একাত্তরে কাথন্ডা গ্রামের আবুল হোসেন গাজি, একই এলাকার অহেদ আলি, বলদঘাটার সামসুর রহমান, খলিলনগরের মনসুর সরদার ও ঘোনা বাঁশিয়াপাড়ার তাহের আলির ছেলেকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এমএবি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা