সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ওয়ার্কার্স পার্টি
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন সরকারের অন্যতম শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে দলটি বঙ্গভবনে পৌঁছায়। ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্টির সভাপতি এবং বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, ইকবাল কবির জাহিদ, কামরুল আহসান ও মুস্তফা লুৎফুল্লাহ।
দলটির নেতারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় তারা ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য পৃথক আইন প্রণয়ন ও সার্চ কমিটি গঠনসহ আটটি প্রস্তাব দেবে। এছাড়া সংসদে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন ও পাস করার জন্য রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকারও আহ্বান জানাবে তারা।
দলটির নেতারা মনে করেন, অধিবেশনটি ১৫ থেকে ১ মাসের মতো হলেই আইন প্রণয়ন ও তা পাস করা সম্ভব।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। ২০১৯ সালে নতুন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর গঠন প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপের মাধ্যমে আলোচনা শুরু করেন তিনি।
(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/টিএ/এমআর)