সাড়ে চার ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৭, ১০:০১

প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নৌ চলাচল শুরু হয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে।

সকাল সাড়ে নয়টায় শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে রোরো ফেরিসহ দুটি ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এর আগে ঘন কুয়াশার কারণে ভোর পাঁচটা থেকে বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, কুয়াশার তীব্রতার কারণে ভোর পাঁচটা থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় বেশ কয়েকটি ফেরি। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কেটে গেলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. সায়েম রবিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমে যাওয়ায় কাওড়াকান্দি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে রোরোসহ দুটি ফেরি ছেড়ে গেছে। নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :