বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা আজ

সাহিত্য প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৩:২৬ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১০:৩০

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হবে আজ। সোমবার বিকালে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের চতুর্থ তলার শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করবেন।

বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়। ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

প্রতিটা বিভাগে পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :