জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত সাত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৫

জামালপুর শহরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছে। তাদেরকে জেলা শহরের প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে শহরের শাহপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ নিয়ে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, শাহপুর গ্রামের মকবুল হাজীর সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেমের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে সোমবার সকালে মোয়াজ্জেমের লোকজন মাটি কাটতে যায়। এসময় মকবুল হাজীর লোকজন বাঁধা দেয়। এরপর সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশ জানায়, দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন সাত জন।

আহতদের মধ্যে হাজী মকবুল হোসেন, দুলাল মিয়া, রাসেল, কালু, শাকিল, শামীমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জামালপুর সদর থানা থেকে একটি দল যায় ঘটনাস্থলে। এরপর সংঘর্ষ থামে দুই পক্ষের।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সংঘর্ষেও ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন তারা। সেই সঙ্গে নতুন করে যেন সংঘর্ষ না হয় সে জন্যও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :