ধামরাইয়ে ছয়শ মুক্তিযোদ্ধা ও ১০ শহীদ পরিবারকে সংবর্ধনা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৫:১৪

স্বাধীনতা দিবসে স্থানীয় মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দিয়েছে ধামরাইবাসী। তাদের মাধ্যমে গোটা দেশের মুক্তিযোদ্ধাদেরকেই শ্রদ্ধা জানিয়েছে তারা। এই আয়োজনে সংবর্ধনা দেয়া হয় ১০টি শহীদ পরিবারকেও্

রবিবার ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে ৪৭তম স্বাধীনতা দিবস। উপজেলা স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। এরপর ধামরাই সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও আইন শৃংখলা বাহিনী কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।

এই আয়োজনে ১০ টি শহীদ পরিবার ও ছয়শ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। ধামরাই নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর আবু সাঈদ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোসনহীন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বক্তারা।

ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :