পাঁচদিন ঢাকায় গাড়ি বের করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে আগামী বুধবার পর্যন্ত ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে জানিয়ে এই পাঁচদিন প্রয়োজন ছাড়া পাঁচদিন গাড়ি বের না করতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর প্রতি এই অনুরোধ করেন তিনি।
আজ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্মারক ডাকটিকেট উন্মোচন এবং আইপিইউ ওয়েব টিভিও উদ্বোধন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইপিইউ সম্মেলন উপলক্ষ্যে ১৩২টি দেশ থেকে ১৪০০ মেহমান বাংলাদেশে আসবে। ইতোমধ্যে এক হাজার ১৩০ জন মেহমান পৌঁছেছেন। সন্ধ্যার মধ্য বাকিরা পৌঁছাবেন বলে আশা করছি।’
আসাদুজ্জামান খাঁন জানান, মেহমানদের নিরাপত্তার পুরো ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সম্মেলন শেষ না হওয়া এই ব্যবস্থা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্মেলন চলাকালীন আগামী মঙ্গলবার এসএসসি পরীক্ষা রয়েছে। এ কারণে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থা নিয়েও আমাদের পরিকল্পা রয়েছে। সেজন্য এই পাঁচদিন ঢাকা শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করছি।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্মেলনকে ঘিরে কোনো হুমকি নেই। এছাড়া জঙ্গি হামলার আশঙ্কায় কোনো বিদেশি মেহমান তাদের নির্ধারিত যাত্রা বাতিলও করেননি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: আইজিপি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে আসা বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, বিদেশি মেহমানরা যেসব হোটেলে অবস্থান করবেন যেসব স্থান থেকে তারা যেন তাদেও ভেন্যুতে আসতে পারেন, সেজন্য অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা, র্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আইজিপি বলেন, ‘রাস্তায় বিভিন্নস্থানে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। অতিরিক্ত মোবাইল টিম দায়িত্ব পালন করবেন।’ এই সম্মেলনে কোনো ধরনের হুমকি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, এ ধরনের কোনো আশঙ্কা তারা করছেন না।
যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ
গত বুধবারই সংবাদ সম্মেলন করে চলতি সপ্তাহে ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানায় পুলিশ। তারা জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম সম্মেলনে আইপিইউভুক্ত ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এসং সংসদ সদস্যসহ প্রায় ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবে। এজন্য ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে।
পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এপ্রিল বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত আড়ংয়ের ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কের পূর্ব প্রান্ত খেজুরবাগ ক্রসিং পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ওই দিন সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল দিয়ে প্রতিরক্ষা গ্যাপ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সড়ক ব্যবহারকারীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে র্যাব-২ এর অফিসের সামনে দিয়ে আগারগাঁও সড়ককে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করবেন। তবে ওই এলাকায় বসবাসকারী, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরতরা ওই সড়ক ব্যবহার করতে পারবেন। তবে প্রতিরক্ষা গ্যাপ থেকে গণভবন স্কুল দিয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
তবে জাহাঙ্গীরগেট থেকে আসা গাড়িগুলো সম্মেলন চলাকালীন আগারগাঁও লিংক রোড ব্যবহার করে বিআইসিসি ক্রসিংয়ে ঢুকতে পারবে না। ওই সড়ক ব্যবহারকারীরা আগারগাঁও লাইট ক্রসিং হয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন। ৫ এপ্রিল পর্যন্ত যান চলাচলে এই কড়াকড়ি থাকবে।
ঢাকাটাইমস/১এপ্রিল/এএ/এমআর

মন্তব্য করুন