ঝিনাইদহে জামায়াতের পাঁচ কর্মীসহ গ্রেপ্তার ৮৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৩:২৪ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০১৭, ১০:৫১

ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জামায়াত ও এক শিবির কর্মীসহ বিভিন্ন মামলার ৮৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র¿, মোটরসাইকেল, ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা থেকে ৩০ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, কোটচাঁদপুর থেকে চার জামায়াত কর্মীসহ নয়জন, মহেশপুর থেকে এক জামায়াত ও এক শিবির কর্মীসহ ১২ জন, হরিণাকু-ু থেকে সাতজন, শৈলকুপা থেকে ১৬ জন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় কালীগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, কোটচাঁদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি মোটর সাইকেলসহ বিভিন্ন উপজেলা থেকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :