ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসির ৯০০ বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:৪০ | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৫:১৬

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের বহন করতে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ৯০০ টি বাস নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিআরটিসির গাড়ির মধ্যে ৪৬৬টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। ৫০টি গাড়ি মহাখালী, গাবতলী, সায়দাবাদে স্ট্যান্ডবাই রাখা হবে।’

বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসির শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও গ্রাইচ্যুটির চেক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি শ্রমিকদের মধ্যে ৬৪ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন। বাকি চেক ঈদের আগেই বিতরণ শেষ হবে বলেও জানান সড়ক মন্ত্রী।

ঈদের যাত্রীদের দুর্ভোগ লাঘবে নানামুখী কার‌্যক্রম নেয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘যাত্রীদের ভোগান্তি লাঘবে যা যা করণীয় আমরা করব। প্রশাসন, দুই সিটি করপোরেশন, হাইওয়ে পুলিশ, জেলা উপজেলা প্রশাসন ইতিমধ্যে সার্কুলার পাঠানো হয়েছে। রোজার মাসে কারও যেন কষ্ট না হয়, কাদের কী করণীয় সে বিষয়ে লক্ষ্য রেখে কাজ করে যেতে হবে। এবারের ঈদে যানজটপ্রবণ এলাকায় এবার আনসার সদস্যদের নিয়োগ করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে ইন্ডিয়ান হাইকমিশনকে বলা হয়েছে, আমাদের বিআরটিসিতে আগামী ডিসেম্বরের মধ্যেই ৬০০ বাস, ৫০০ ট্রাক এবং নষ্ট গাড়িগুলো মেরামতের জন্য ইকুইপমেন্ট আসা শুরু করবে। ইকুইপমেন্টগুলি আনা শুরু হলে পুরোনো গাড়িগুলো রিপ্লেস করা যাবে।’

বিআরটিসির যাত্রী সেবা মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির এসি বাসে এসি চলে না, বাসগুলিতে ফ্যান ঠিক নাই, মশামাছির বাসস্থান কি না, এই বিষয়গুলি সিরিয়াসলি নিতে হবে। সাংবাদিকদের নিয়ে বিভিন্ন স্পটে ভিজিট করব, ব্যতয় দেখলে এর জবাবদিহি করতে হবে।’

বিআরটিসিকে লাভবান করলে সংস্থাটির কর্মীদের রাজস্বখাতে অন্তর্ভুক্তির আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, বিআরটিসির জন্য সরকার দেবে, কিছুই পাবে না এটা কি উচিত? … আর যারা গাড়ি চালান, নিজের বাচ্চাকে যেমন যত্ন করেন, গাড়িও বাচ্চার মতোই কারণ এটা আপনাদের রুজির পথ। গাড়িকে সুন্দর রাখবেন, নষ্ট থাকলে কর্তৃপক্ষকে জানাবেন। এসময় এসি গাড়িতে এসি নাই, সিটে ছাল নাই, এসব গাড়ি রাস্তায় দেখতে চাই না।

এসময় বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৪মে/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :