সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০১৭, ১৬:৪৯

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও হাবিবুন নবী খান সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

শেরেবাংলানগর থানার ওই নাশকতার মামলায় পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবীব, মিজানুর রহমান রাজ, ফয়েজ আহমেদ রুবেল প্রমুখ।

ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমাল পাল জানান, এদিন মামলাটিতে ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণের দিন ধার্য ছিল। মামলার আসামিদের মধ্যে ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।

মামলার অপর উল্লেখযোগ্য আসামি বিএনপি নেতা রুহুল কবীর রিজভী ও আমানউল্লাহ আমান এদিন আদালতে হাজির না হলেও তাদের পক্ষে সময়ের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। মামলাটিতে কারাগারে আটক আরেক আসামি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি শেরে বাংলা নগর থানাধীন শিশু পল্লীর সামনে আসামিরা যাত্রীদের হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে বোমা বিস্ফোরন করে এবং গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই তোফাজ্জল হোসেন বাদী মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।

(ঢাকাটাইমস/৩০মে/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :