রাস্তায় ডিম ফেলে বরিশালে পোল্ট্রি ব্যবসায়ীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৬:৩৮

পোল্ট্রি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় ডিম ও মুরগি ফেলে বিক্ষোভ করেছের বরিশালের পোল্ট্রি খামারীরা।

বুধবার বেলা সারে ১১টায় বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পোলট্রি মুরগির বাচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

এসময় পোল্ট্রি ব্যবসায়ীরা কোম্পানি কতৃক বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগি ও ডিম উৎপাদন বন্ধের দাবি জানান।

ব্যবসায়ীরা ডিম ফাটিয়ে ও রাস্তায় মুরগি ছেড়ে দিয়ে পোলট্রি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন।

সংগঠনের আহবায়ক সাদেকুর রহমান আলোর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, জাহাঙ্গীর কাজী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭জুন/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :