১০৫ আরোহী নিয়ে মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০১৭, ১৮:২৪ | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৮:০৬

মিয়ানমারের একটি সামরিক বিমান শতাধিক আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। খবর বিবিসির।

মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার দুপুরে দেশটির দক্ষিণ উপকূলের শহর মাইয়েক থেকে ইয়াঙ্গুন রওনা হওয়ার পর থেকে বিমানটি নিখোঁজ হয়। উড্ডয়নের পর দাভেই শহরের ২০ মাইল পূর্বে থাকা অবস্থায় এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি খুঁজে পেতে অনুসন্ধান ও তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ যোগাযোগ হয়েছিল।

বার্তা সংস্থা এএফপিকে বিমানবন্দর সূত্র জানায়, বিমানটিতে ১০৫ জন আরোহী এবং ১১ জন ক্রু ছিল।

চীনের তৈরি এই সামরিক বিমানটিতে কতজন আরোহী ছিল এই ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনী কোনো তথ্য জানায়নি।

আন্দামান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। ঐ এলাকায় সেনাবাহিনীর বিমান এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :