মির্জাপুরে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ২৩:৫০

‘মাছ চাষে গড়বো দেশ বদলে দিব বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

বুধবার সকালে উন্মোক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন। এরপর একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান সংবাদ সম্মেলন করে মৎস্য সপ্তাহের কর্মসূচি ও বিগত অর্থ বছরের কর্মকা- তুলে ধরেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :