বরিশালে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৭, ১৩:১০

বরিশালে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। এতে করে দিনমজুররা পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। বৃষ্টিতে বেকার বসে থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন শ্রমিকরা।

আবহাওয়া অফিস বলছে- নিম্নচাপ ও মেঘমালার সঞ্চার হওয়াতে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৬৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের সিনিয়র পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপ এখনো বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে পায়রা, মংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার জানান- বরিশাল নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় অভ্যন্তরীণসহ সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ৬৫ ফুটের নিচে থাকা লঞ্চগুলো চলাচলে আগে থেকেই নিষেধ করা হয়েছে এবং এগুলো বন্ধ রয়েছে।

ঢাকাটাইমস/২৫জুলাই/টিটি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :