নেত্রকোণায় হু হু করে বাড়ছে পানি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ১৬:৪১

কয়েক দিনের টানা বৃষ্টিতে নেত্রকোণায় তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

শনিবার বেলা দেড়টায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, হু হু করে পানি বাড়ছে। সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার, কংস নদের জারিয়া পয়েন্টে ১৩৫ সেন্টিমিটার ও উব্ধাকালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী জানান, গত তিন ঘণ্টায় পাহাড়ি নদী সোমেশ্বরী নদীর পানি বেড়েছে ১১০ সেন্টিমিটার। আগে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। একই সময়ে কংস নদে বেড়েছে ৩০ সেন্টিমিটরি ও উব্দাখালি নদীতে বেড়েছে ১০ সেন্টিমিটার পানি।

পানি যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে নদীগুলোর আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে জানান তিনি।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :