ঈদকে সামনে রেখে রাজধানীর বহির্গমন পথে উচ্ছেদ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৪:৪৪

ঈদকে সামনে রেখে আশুলিয়ায় সড়ক-মহাসড়কগুলোর দুই পাশে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

সোমবার সকাল থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়ক দুইটির দুই পাশে সব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।

এসময় এই কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে বহির্গমনের পথগুলোতে যানজট নিরসনের জন্য সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪, ২৫, ২৬ ও ২৮ আগস্ট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২১আগস্ট/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :