ভোলায় বেড়েছে কুষ্ঠ রোগীর সংখ্যা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৬:৫২

১৯৯৮ সালে সরকার বাংলাদেশকে ‘কুষ্ঠরোগমুক্ত’ ঘোষণা করলেও এখনো কুষ্ঠমুক্ত হয়নি দেশ। এর ধারাবাহিকতায় ভোলা জেলাকেও ঘোষণা করা হয় কুষ্ঠমুক্ত জেলা। কিন্তু এ জেলায় গত কয়েক বছর ধরে কুষ্ঠ রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত এক বছরে ভোলায় ছয়জন কুষ্ঠ রোগীকে শনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে ভোলা ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন হিড বাংলাদেশ।

রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে কুষ্ঠরোগ বিষয়ক ওয়ারিয়ান্টেশন কর্মশালায় এ তথ্য তুলে ধরেন তারা।

হিড বাংলাদেশের আয়োজনে দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় আয়োজকরা আরও বলেন, কুষ্ঠ একটি মৃদু সংক্রামক ও দীর্ঘমেয়াদী ব্যাকটেরিয়া রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিয়মিত ওষুধ আর চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজারের বেশি এই কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। আর ভোলাতে কুষ্ঠ রোগ সংম্পর্কে মানুষের সঠিক জ্ঞান না থাকার কারণে এই রোগে আক্রান্ত রোগীরা রোগ গোপন করে। যার ফলে প্রতিনিয়ত তাদের শরীরে সংক্রামণের মাত্রা বাড়তে থাকে। এক সময় তাদের শরীরের বিভিন্ন অংঙ্গ-প্রতঙ্গ কাজ বন্ধ করে দেয়। তাই কেটে ফেলতে হয় তাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন হিড বাংলাদেশের এরিয়া ব্যবস্থাপক রতন কুমার অধিকারী, দি-লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম অফিসার খালেকুজ্জামান প্রমূখ।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

এই বিভাগের সব খবর

শিরোনাম :