ঈদের পর বাড়ি যাওয়া হলো না শিশু মীমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২০
রাজধানীর ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে চলছে গাড়ি

ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ির গতির বলি হলো শিশু মীম। বাবা-মায়ের সঙ্গে ভোলার গ্রামের বাড়িতে যাওয়া হলো না মীমের। রাজধানীর শিক্ষাভবনের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মীম মারা যায়। সে বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় ছিল। এই ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।

মীমের বাবা রিকশা চালক কামরুল ইসলাম সকালে মোহাম্মদপুরের বাসা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাবা-মা-সহ মীমকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

কামরুল ইসলামের বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। মীম তার বাবা-মার সঙ্গে মোহাম্মদপুরে থাকত।

(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :