লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে রুনু আক্তার নামে এক গৃবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ফেরদৌস মোল্লা পলাতক রয়েছেন। নিহত গৃহবধূকে যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আজ শুক্রবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকে রুনু আক্তারকে স্বামী ফেরদৌস মোল্লা ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। এর জের ধরে বৃহস্পতিবার রাতে রুনুকে বেদম মারধর করেন। এক পর্যায়ে শ্বাসরোধ ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার ভোররাতে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার পরিদর্শক তদন্ত মো. সোলায়ামান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :