ফতুল্লায় দেয়াল ধসে চারজনের মৃত্যুর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ২২:২৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল ধসে একই পরিবারের তিন বোনসহ চারজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

নিহতদের পরিবারের পক্ষ হতে মামলা দায়ের না করায় বুধবার রাতে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ।

মামলার বাদী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম।

জায়গার মালিক, ঠিকাদারসহ অন্যান্যদের গাফলতির কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে জানানো হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- ফতুল্লা দেলপাড়ার বাসিন্দা জমির মালিক চাঁন মিয়া, ঠিকাদার ইসমাইল ও হাজী আব্দুল মালেক, রফিক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁন মিয়াসহ অন্যান্যদের গাফলতির কারনে দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের তিন বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের পরিবার দরিদ্র হওয়ার ফলে তারা মামলা করতে অনিহা প্রকাশ করলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সোমবার বেলা ১১টায় ফতুল্লার পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন চাঁন মিয়ার মালিকানাধীন পুরানো একটি ভবন ভাঙার কাজ করার সময় দেয়াল ধসে একই পরিবারের তিন বোনসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলো পটুয়াখালী গলাচিপার চিঙ্গুরার ট্রাক হেলপাড় সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩)। তারা পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন জসিম উদ্দিনের কলোনিতে বসবাস করতো। নিহত অপরজন হলেন- শরিয়তপুরে আব্দুর রশিদ খা’র ছেলে আলমগীর (২৫)।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :