বিশ্ব জাকের মঞ্জিলের ওরোস ১৭ ফেব্রুয়ারি শুরু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৭, ১৮:২৮
ফাইল ছবি

হযরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর (রহ.) চার দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ওরোস শরিফ আগামী বছরের ১৭-২০ ফেব্রুয়ারি ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে। পীরজাদা খাজা মাহফুযুল হক মুজাদ্দেদীর নির্দেশে পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী শনিবার এ তারিখ ঘোষণা দেন।

এসময় ওরোস শরিফের সফলতা কামনায় তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত করা হয়।

এদিকে, শাহ সুফি খাজাবাবা ফরিদপুরীর (রহ.)ওফাত দিবস স্মরণে দুই দিনব্যাপী ফাতেহা শরিফ শনিবার শেষ হয়েছে।

জাকের পার্টির প্রেস সচিব শামিম হায়দার জানান, দুই দিনের এ অনুষ্ঠানে ওয়াক্তি নামাজের সাথে নফল ইবাদত বন্দেগি, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরকাবা-মোশাহেদা ও রহমতের সময় (নিশীর শেষ ভাগে) পরম করুনাময় আল্লাহ তায়ালা ও রাসুলে পাক (সা.)-এর স্মরণে রোনাজারি, বিশ্ব নবীর (সা.) আদর্শে বিশ্বমানবের অবারিত শান্তি ও অর্থবহ জীবন সংস্কৃতি রচনায় বিশ্বওলীর মহাশ্বাশত কর্মধারা আলোকপাত করে ওয়াজ নসিহত অব্যাহত ছিল।

অনুষ্ঠানে খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সমবেতদের কয়েক দফা সাক্ষাৎ দান করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :