মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মাদকসেবনে দণ্ডিত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৭, ১৯:২৬

নেত্রকোণা শহরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যানকে মাদকসেবনের দায়ে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার সঙ্গী আরো তিনজনকেও একই দণ্ড প্রদান করে আদালত।

বৃহস্পতিবার বিকালে এ দণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা হচ্ছেন- মহরের কাটলী এলাকার ‘পরিবর্তন’ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও জয়নগর এলাকার মাসুদ ঠাকুর রুবেল, আমিরুল, সাতপাই এলাকার বাপ্পি, কুড়পাড় এলাকার রতন।

নেত্রকোণা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নাজমুল হাসান জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদে শহরের জয়নগর এলাকায় রুবেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে ইয়াবা ও হিরোইন সেবন অবস্থায় আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুজন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সেখানে চারজনই মাদকসেবন করার কথা স্বীকার করলে বিচারক তাদের প্রত্যেককে চার হাজার টাকা করে আর্থিক দণ্ড দেন।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :