জামালপুরে ১৯০ মাদক বিক্রেতা ও সেবীর আত্মসমর্পণ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২৩:৪০ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৭, ২১:৩৩

জামালপুরের ১৯০ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী স্বেচ্ছায় আত্মসর্ম্পণ করেছেন। পরে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেয় জেলা পুলিশ।

এই উপলক্ষ্যে পুলিশ সুপার কার্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড অপস্) মো. মোখলেছুর রহমান বিপিএম (বার)।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবির, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আলহাজ¦ মুহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মোশায়েল উল ইসলাম রতন। এছাড়া মাদক বিক্রেতা নাছির উদ্দিন, আক্তারুজ্জামান, গেল্লা ফাটাকৃষ্ণসহ অন্য বিক্রেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আপনার আজ শুধু মাদকের কালো থাবা থেকে ফিরে আসেননি। আপনারা ফিরে এসেছেন জীবন ও পরিবারের কাছে।

অনুষ্ঠানে সারা জেলা থেকে ১৮৯ জন মাদক বিক্রেতা ও সেবীরা আত্মসর্ম্পণ করেন। (ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :