মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৭, ২৩:১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তুষখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করেছেন।

আহত সূত্রে জানা গেছে, বিকালে সাফা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বুড়িরচর গ্রামের তুষখালী লঞ্চঘাট স্ট্যান্ডে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এসময় তাকে হাতুরি পেটা করে হাত-পা ভেঙে দেয়।

ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন তালুকদার অভিযোগ করেন, স্থানীয় শাহীন তালুকদার, স্বপন তালুকদার, খলিল মোল্লা, শাহ আলম তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুর্বৃত্তদল ইদ্রিস তালুকদারের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা হাতুরি দিয়ে পিটিয়ে ইদ্রিস তালুকদারের হাত-পা ভেঙে স্থানীয় শহিদুল তালুকদারের বাড়ির পেছনে ফেলে রেখে যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, উপজেলার বুড়িরচর গ্রামের আলোচিত হাবিব তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস তালুকদার উচ্চ আদালতে জামিনে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :