কখনো কি ভেবেছেন ফুটপাতে হলুদ টাইলস কেন?

কাজী সায়েমুজ্জামান
| আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৩:৩৭ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৩:৩০

ফুটপাতের যে ছবিটা দেখছেন, এটা ঢাকার সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের ফুটপাতের ছবি৷ আজকে দুপুরে তুলেছি৷ অনেকে দেখেছেন ঢাকার ফুটপাতে টাইলস বসানো হয়েছে৷ এর একপাশে হলুদ টাইলস৷ কখনো কি ভেবেছেন এই হলুদ টাইলস কেন? হয়ত ভাবছেন সৌন্দর্যের জন্য৷ আসলে তা নয়৷ এই ফুটপাত দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব৷ একটু খেয়াল করলে দেখবেন এই হলুদ টাইলসে সোজা স্ট্রাইপ আছে। একটু উঁচু৷ একজন দৃষ্টি প্রতিবন্ধী সহজেই পা ফেলে সোজা বরাবর হেটে যেতে পারবে৷ আবার ফুটপাত যেখানে ঢালু হয়েছে, সেখানে একটা টাইলসে ছয়টি গোলাকার বৃত্ত৷ পা ফেললে সহজেই বুঝা যায় এখানে ফুটপাত নেমে গেছে৷ চলার পথ করতে গিয়ে আমরা প্রতিবন্ধীদের কথা ভেবেছি৷

জানেন, প্রতিদিন যখন এই ফুটপাত দেখি গর্বে বুকটা ফুলে উঠে৷ ঢাকা সিটির অনেক বদনাম৷ তবে আমাদের ফুটপাত এখন প্রতিবন্ধীবান্ধব৷ ঢাকা সিটি কর্পোরেশনকে ধন্যবাদ৷ বলার প্রয়োজন নেই কার মাথা থেকে এমন আইডিয়া আসতে পারে৷ প্রয়াত মেয়র আনিসুল হকের মাথা থেকেই হয়ত এসেছে৷ দেখেছেন, একজন শিক্ষিত মার্জিত সাংস্কৃতিক ব্যক্তি দায়িত্ব পেলে কি করতে পারে! এখন দেশের অন্য শহরের ফুটপাতগুলো হোক এমন প্রতিবন্ধীবান্ধব৷ জনপ্রতিনিধিদের কাছে এই প্রত্যাশা করবো৷ কারণ দৃষ্টি প্রতিবন্ধী সারাদেশেই আছেন৷

অবাক হয়ে যাবেন, দেশের মোট প্রতিবন্ধী মানুষের অন্তত ২০ শতাংশই দৃষ্টি প্রতিবন্ধী৷ সেই হিসেবে দেশে কমপক্ষে ত্রিশ লাখ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ সংখ্যা দেড় কোটির কম নয়৷ প্রতি বছর পাঁচ লাখের মতো মানুষ নিজের অজান্তেই অন্ধত্বের অসহায় শিকার হন৷ উন্নয়ন চান৷ কিন্তু এত সংখ্যক মানুষকে ভুলে গেলে উন্নয়ন হয় না৷ সবাইকে ভাবতে হবে৷ সবার সুবিধার কথা ভাবনাটাই উন্নয়ন৷

কাজী সায়েমুজ্জামান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যাশনাল কনসালটেন্ট

লেখকের ফেসবুক থেকে নেয়া

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :