‘আমি পুলিশ, আমার মা-বাপ নাই, মাইরা ফালামু’

তন্ময় তপু
| আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৩:৫১ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ১২:৫৮
তন্ময় তপু

‘আমি পু‌লিশ। আমার বাপ-মা নাই। আমারে তোরা কিছুই কর‌তে পার‌বি না। আমার বা‌ড়ি প্রধানমন্ত্রীর এলাকায়। তোর ওস্তাদরেও একটা লা‌থি দি‌ছি সিঁড়িতে বইসা। তোর এই বড় ভাই সাংবা‌দিকগো আমরা ....ক‌রি না। বেশি বাড়াবা‌ড়ি ক‌রিস না। কপালে ভোগ আছে। মাইরা ফালামু তো‌রে।' কথাগু‌লো নির্যাত‌নের শিকার সাংবা‌দিক সুমন হাসান‌কে বল‌ছিল নির্যাতনকারী ডি‌বি পু‌লি‌শের কন‌স্টেবল মাসুদ।

আমি যখন ঘটনা শু‌নে সুমন‌কে দেখ‌তে যাই। তখনও শর্টগান নি‌য়ে আমাদের দি‌কে তে‌ড়ে আস‌ছিল এই পু‌লিশ সদস্য। যখন উপ পু‌লিশ ক‌মিশনা‌রের ক‌ক্ষে আমরা কথা বল‌ছিলাম তখনও মারধর করা হ‌য়ে‌ছিল সুমন‌কে।

কত বড় অসভ্য হ‌লে এই ধর‌নের কাজ কর‌তে পা‌রে ভাব‌লেই অবাক লা‌গে।

তন্ময় তপু, বরিশাল ব্যুরো রিপোর্টার, যুগান্তর

লেখকের ফেসবুক থেকে নেয়া

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :