কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা খুন

উখিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১৫:৪৬

উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. হাকিম নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে মাঝি শামসু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

রোহিঙ্গা মো. হাকিমের দুই স্ত্রীর একজন বান্দরবান ও অপরজন কুতুপালং ক্যাম্পে থাকেন। বান্দরবানে জেলায় থাকা স্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্তানদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এ সময় একই ব্লকের রাশেদ উল্লাহর ছেলে মো. রফিক তার পরিচয় জানতে চান। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এর জের ধরে শুক্রবার ভোর ৪টার দিকে মো. রফিক রোহিঙ্গা মো.হাকিমকে হাতুড়ি দিয়ে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবুল খায়ের বলেন, হত্যার সঙ্গে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার ও ঘটনার কারণ উৎঘটনের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :