চাঁদপুরে স্কুলছাত্রীর বিয়ে ঠেকালেন ইউএনও

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলার ডিংগাভাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী মোস্তফা কামালের মেয়ে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সাথে জনৈক ছেলের বিয়ের আয়োজন চলছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম সংবাদ পেয়ে তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা আক্তারকে ঘটনাস্থলে পাঠান।

মহিলাবিষয়ক কর্মকর্তা মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন এবং পরিবারের কাছে থেকে অঙ্গীকারনামা নেন। এছাড়া তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :