নড়াইলে পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম পরিদর্শন করলেন ডিআইজি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ২১:৩৯

নড়াইলে ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম’ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ। মঙ্গলবার দুপুরে তিনি এ মৎস্য অ্যাকুরিয়াম পরিদর্শন করেন।

‘ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল’ গড়ার লক্ষ্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের প্রচেষ্টায় বিশাল মৎস্য অ্যাকুরিয়াম গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিনের আবর্জনার স্তূপ পরিস্কার-পরিচ্ছন্নের মধ্যদিয়ে প্রায় চার মাস আগে পুলিশ সুপারের বাসভবনের সামনে ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম’ গড়ে তোলা হয়েছে। নড়াইল-মাগুরা সড়কের পাশে গড়ে তোলা এ মৎস্য অ্যাকুরিয়ামের পাড়ে দৃষ্টিনন্দন হরেক রকম ফুল ও ফল গাছসহ শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছপালা রোপন করা হয়েছে- যা সড়কসহ এ এলাকার শোভা বাড়িয়ে দিয়েছে।

এদিকে, এ ধরনের মৎস্য অ্যাকুরিয়াম তথা খামার দেখে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন ডিআইজি দিদার আহম্মদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইশতিয়াক আহমেদ, নড়াইল থানার ওসি আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আশিকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

এর আগে গত ১৭ জুলাই পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম পরিদর্শন করেন পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান বিপিএম (বার)। তিনিও মৎস্য অ্যাকুরিয়ামটি দেখে সন্তোষ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :