ভোলায় ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের দণ্ড

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৭:১০

ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

শুক্রবার মধ্য রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় এদের কাছ থেকে বিপুল পরিমান জাল ও মা-ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ১৪ জেলেকে এক বছরের কারাদণ্ড ও বাকি ৪ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন তাদের এ সাজা দেন।

পরে জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২দিন ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা-তেতুলিয়া নদীতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৮ জেলেকে আটক করা হয়। মা-ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান অব্যহত আছে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :