রাজবাড়ীতে পদ্মায় ভাঙন, হুমকিতে অর্ধশত বসতবাড়ি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:১৯ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৮, ২০:০০

বর্ষা মৌসুমে রাজবাড়ী শহর রক্ষাকারী পদ্মা নদীর তীর প্রতিরক্ষাবাঁধে পৃথকভাবে প্রায় এক কিলোমিটার এলাকা ভাঙনের পর এবার শুকনো মৌসুমে ফের ভাঙন দেখা দিয়েছে। শীতের সময় এমন ভাঙনে হুমকিতে পড়েছে অর্ধশত বসতবাড়ি।

বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত বাঁধের গোদার বাজার এলাকার প্রায় ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনে ওই এলাকার এনজিএল ইট ভাটার তৈরি কাঁচা ইট ও মাটি নদীগর্ভে চলে গেছে। অনেককে তাদের বসতবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, গত বছর নদীতে ড্রেজিং করে বালু কাটায় এবার এ ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বেশি থাকার সময় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিল। তারপর আর ভাঙেনি। এখন নদীতে পানি কম, কিন্তু হঠাৎ বুধবার সন্ধ্যায় আবার ভাঙন শুরু হয়।

সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, গত দুই দিন ধরে হঠাৎ গোদার বাজার এলাকায় বাঁধের ভাঙন স্থানে আবার ১০০ মিটার এলাকা ভেঙেছে। প্রতিরক্ষা বাঁধটি পুনঃনির্মাণের জন্য ডিজাইন করে মন্ত্রণালয়ে পাঠানে হয়েছে। এটি অনুমোদন হয়ে এলে কাজ শুরু করা হবে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :