চাঁপাইনবাবগঞ্জে পিঠা-পুলির উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:২৪

‘ধানের দেশ গানের দেশ আমাদেরই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির উৎসব অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে পরিচয় করিয়ে দিতে জেলার গোমস্তপুর উপজেলার বাবুরঘোন গ্রামে আয়োজন করা হয় এ উৎসবের। দিনভর জমজমাট এ উৎসবে যোগ দেন নানা শ্রেণি-পেশার মানুষ।

এই উৎসবের আয়োজন করেন উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ খাতুন। তিনি জানান, ‘মূলত হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতেই নয় বছর ধরে এই আয়োজন করে আসছি।’

সংস্কৃতিকর্মী ও এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান জানান, ‘হারিয়ে যাওয়া এই ঐহিত্য ধরে রাখতে বিভিন্ন শ্রেণির মানুষের পৃষ্ঠপোষকতা দরকার। ’ পিঠা-পুলি উৎসব শেষে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় গীত, নাচ-গান পরিবেশন করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :