‘মানচিত্রে’ বিনামূল্যে আবৃত্তি ও সংবাদ উপস্থাপনা কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৪ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৬

মহান ভাষার মাস উপলক্ষে সামাজিক সংগঠন ‘মানচিত্র’ নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণের আয়োজন করেছে। এখানে দেশের নামকরা প্রশিক্ষকরা বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণ দেবেন।

রবিবার মানচিত্রের সভাপতি শরীফ হোসেন হৃদয় গণমাধ্যমকে এ ব্যাপারটি নিশ্চিত করেছেন। পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সভাপতি শরীফ হোসেন হৃদয় বলেন, শুরু হয়েছে মহান ভাষার মাস একুশে ফেব্রুয়ারি। অনেক ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের মধ্যে দিয়ে আমরা মহান মাতৃভাষা পেয়েছি। এই বাংলা ভাষাকে বিশেষ করে শুদ্ধ করে জানা ও বলতে পারাটা খুব জরুরি। অনেক মধ্যবিত্ত ছেলে-মেয়ে এ প্রশিক্ষণ নিতে পারে না। তাঁরাসহ সবার জন্য এ প্রশিক্ষণ বিণামূল্যে মানচিত্রের অর্থায়নে আয়োজন করা হচ্ছে।

শরীফ বলেন, এ কোর্সে অনেক নামিদামি প্রশিক্ষণরা ক্লাস নেবেন। প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন আশরাফুল আলম, বীর বরকত, হাসান আরিফ, মাসকুরে সাত্তার কল্লোল, মাহমুদা আখতার, শরীফ হোসেন হৃদয় প্রমুখ। সংবাদ উপস্থাপনায় প্রশিক্ষণ দেবেন চ্যানেল আইয়ের ফারজানা করিম, খায়রুল বাসার, যমুনা টিভির শামসউজজোহা, এটিএন বাংলার ফারহানা সালাম, চ্যানেল টোয়েন্টিফোরের মেরিন নাজনীন, আরটিভির সুপর্ণা অ্যানি ও সময় টিভির প্রতিবেদক মামুন আবদুল্লাহ।

এ কোর্সে আবেদন সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ২৩.০২.২০১৭। তারিখ ও সাক্ষাৎকার গ্রহণ হবে ২৪.০২.২০১৭ বিকাল চারটায়। যোগাযোগের নাম্বার ০১৭১১২৭৫৮৪৮, ০১৯২২৮০৬৩৩৮।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :