বরফ মিলসহ দুই দোকান পুড়ে ছাই

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ০৯:০৬

রাজশাহীর দুর্গাপুরে সার ও কীটনাশকের দোকানে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সিংগা বাজারে এ আগুন লাগে। এতে একটি খাবারের হোটেল, একটি বরফের মিল ও একটি সারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার সার ও কীটনাশক নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন সারের দোকানের মালিক মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুরুল বলেন, তার দোকান সংলগ্ন হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ওই হোটেল থেকে তার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন লাগে পাশের বরফের মিলেও। আগুনে শুধু তার দোকানের প্রায় ১০ লাখ টাকার সার ও কীটনাশক পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে স্থানীয় ও পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুলিশ জানায়, আগুন নেভাতে গিয়ে খাদেমুল ইসলাম ও শরিফুল ইসলাম নামে স্থানীয় দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :