প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৮:৪৭
অ- অ+

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৩০ এপ্রিল তাকে প্রাইম এশিয়ার উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে আব্দুল হান্নান ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে কর্মরত ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে অপারেশন্স রিসার্চে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি ২০০২ সালে কানাডার ক্যালগিরি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল পোস্ট ডক্টরাল ফেলোশিপ গবেষণাকর্ম সম্পন্ন করেন।

এর আগে আব্দুল হান্নান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর অধ্যাপক, স্কুল অব বিজনেস-এর ডিন এবং সিন্ডিকেট সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ বছর শিক্ষকতার পাশাপাশি গবেষণাকর্মে সম্পৃক্ত ছিলেন। তিনি কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত নর্থইস্টান বিশ্ববিদ্যালয়, কানাডার ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ইসলামিক ইউনির্ভাসিটিতে দীর্ঘদিন শিক্ষকতা করেন। ২০১৪ সাল থেকে তিনি চীনের ইউনান নরম্যাল বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক হান্নান চৌধুরী ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক (সম্মান) এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পঞ্চাশের অধিক গবেষণাপত্র, দুটি বই প্রকাশ করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে চল্লিশের অধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

ঢাকাটাইমস/৩এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা