‘রেইনট্রি’র মালিককেও তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:২৬ | প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১৩:৩০

অবৈধভাবে মদ রাখার অভিযোগে সম্প্রতি আলোচনায় আসা বনানীর দ্য রেইনট্রি হোটেলের মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আগামী ১৭ মে বেলা ১১টায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদপ্তরে হোটেল মালিককে হাজির হতে বলা হয়েছে।

সম্প্রতি দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠার পর হোটেলটি আলোচনায় আসে। গত ৬ মে বনানী থানায় করা মামলায় এক তরুণী অভিযোগ করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ জন্মদিনের পার্টির কথা বলে তাদের ওই হোটেলে নিয়ে যায়। পরে হোটেলের একটি কক্ষে নিয়ে দুইজন তাদের ধর্ষণ করেন। মামলার অপর তিন আসামি সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ ধর্ষণে সহযোগিতা করেন।

মামলার পর দেশজুড়ে আলোচনার মধ্যে রবিবার সকালে ঘটনাস্থল রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ১০ বোতল বিদেশি মদ এবং নথিপত্র জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে না পারালেও সেখানে মদ রাখা হয়েছিল বলে জানায় শুল্ক গোয়েন্দারা।

হোটেলটির মালিক মাহির হারুন বন্ধু পরিচয় দিয়েই সাফাত ধর্ষণের ঘটনার দিন ওই হোটেলে উঠেছিলেন বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দারা জানান, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভ্যাট নিবন্ধন নিলেও কোনো অর্থ পরিশোধ না করে ওই হোটেল কর্তৃপক্ষ আট লাখ ১৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

ধর্ষণের আসামি সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপ‌রিচালক মঈনুল খান জানান, অবৈধভাবে মদ রাখার দায়ে হোটেল রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়েছে। আগামী ১৭ মে বেলা ১১টায় তাকে শুল্ক গোয়েন্দার কাকরাইলের সদরদপ্তরে হাজির হতে বলা হয়েছে।

ঢাকাটাইমস/১৫মে/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সশস্ত্র সদস্য থাকবে: স্বরাষ্ট্রসচিব

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন মানসম্মত তথ্য ও সমন্বিত উদ্যোগ

তীব্র গরমে ট্রেনযাত্রীদের শরবত দিলো রেলওয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :