কাউখালীতে চার জেলেকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ১১:১৫
অ- অ+
ফাইল ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলায় কালীগঙ্গা নদীতে জাল দিয়ে মাছের পোনা ধরার দায়ে চার জেলেকে জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ (১) ধারায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিামানা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এই জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মামুন শেখ (৩৫), মো. সাইদুল (৩০), ফিরোজ (২০) ও মো. আজিম (৩৮)। তাদের বাড়ি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে।

স্বরুপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মো. আসাদ্জ্জুামান হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ছয়টার দিকে কাউখালীর ধাবরী এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার হাজার মিটার বেশ জাল, বাধা জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা তাদের এক হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন। এছাড়া উপজেলা পরিষদের মাঠের পাশে জব্দ করা জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দ করা ২০ কেজি গুড়া মাছ গরিবের মাঝে বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা