সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত করার শপথ

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৭:৪৮

সিলেট বিভাগের চার জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের কাজী নজরুল অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

অনুষ্ঠানে অংশ নিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও জেলার শত শত শিক্ষার্থী বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নেন।

এর আগে সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে বাল্য বিবাহ মুক্ত করার এই আন্দোলন ছড়িয়ে দিতে সরকার কাজ করছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন বলেন, বাল্যবিবাহ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জোটবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই অর্জন ধরে রাখতে সবার প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি কাজী দিল আফরোজা ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সাংসদ জেবুন্নেসা হক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মে/ব্যুরো প্রধান/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :