বাসের ধাক্কায় নসিমনের দুই যাত্রী নিহত
দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের দুই যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাওয়ার পথে কাহারোল উপজেলার রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরিতমুখি একটি ভটভটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের দুই যাত্রী নিহত হয়। আহত হয় নসিমনের চালকসহ আরও সাতজন। আহতদের এমএ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেডএ)