নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ২২:৪৫
অ- অ+

জেলার নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এ সময় অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মসজিদের সীমানা নিয়ে আব্দুল বারিক এবং ছবুর মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বাদ জুমা তাদের মাঝে বাকবিত-া হয়। সে সময় স্থানীয় লোকজন তাদের থামিয়ে দিয়ে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেন।

পরে বিরোধের জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা চালায়। এতে ছবুর মিয়া (২৬) ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুমান মিয়া (২৩), আলমগীর হোসেন (৩০) নামে দুজনকে আটক করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা