কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারক আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৭:৪৯
অ- অ+

কুমিল্লায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চত করেছেন বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ির এসআই নাসির উদ্দিন।

আটক চার প্রতারক হলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট নারী মরিয়ম বেগম (৩২), ভুয়া ডিবি পরিদর্শক লিকন চন্দ্র ঘোষ (৩৪), ভুয়া সাংবাদিক ও পেশকার আবু ফয়েজ (২৯) ও গাড়িচালক শেখ ফরিদ (৩৫)। সবার বাড়ি দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামে।

দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসির জানান, আটকরা নিজেদের ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নিমসার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছিল। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে আনা হয়।

উপপরিদর্শক নাসির আরও জানান, আটকের সময় সোহাগ ও ইকবাল নামে দুই যুবক পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটকরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধ তথ্যচিত্র নামের পত্রিকার কার্ড প্রদর্শন করে। তাদের কাছ থেকে আইডি কার্ড ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা