রুমায় ট্রাক খাদে, আনসার কমান্ডারসহ নিহত ২

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৭, ২২:০২
অ- অ+

বান্দরবানের রুমায় ট্রাক খাদে পড়ে ভিডিপি-আনসার কমান্ডারসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার নাম জানা জায়নি।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে রুমা মুন্নুয়াম সড়কের টেবিল পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকের চালক মো. শামসুল প্রকাশ সাম্ভু (২৯) ও স্থানীয় ভিডিপি-আনসার এর কমান্ডার পুহ্লাঅং মারমা (৫২)।

নিহত শামসুল এর বাড়ি বরিশাল ও পুহ্লাঅং মারমার বাড়ি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চাইরাগ্র উপর পাড়ায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার বেলা ১২টার দিকে রুমা বাজার থেকে একটি ট্রাক আরথাহ পাড়ার স্কুলের মাঠে কাঠ পরিবহনের জন্য যায়। যাওয়ার পথে রুমা মুন্নুয়াম সড়কের টেবিল পাহাড় এলাকায় পৌঁছলে বড় একটি পাহাড় ওঠার সময় চালকের অসাবধানতাবশত গাড়িটি গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক শামসুল প্রকাশ সাম্ভু ও যাত্রী পুহ্লাঅং মারমা মারা যান। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বামংপ্রু মারমা জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা