এবার ভিক্ষুকের বাড়ির ইফতারে এমপি জগলুল

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৭, ২১:৪৪
অ- অ+

এবার এক ভিক্ষুকের বাড়িতে ইফতার করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। শুক্রবার আয়েশা বিবি নামের এক বৃদ্ধা ভিক্ষুকের বাড়িতে এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের আগে শ্যামনগর সদরের সন্নিকটে সুন্দরবন গুচ্ছগ্রামে ভিক্ষুক আয়েশা বিবির বাড়িতে ইফতারি নিয়ে হাজির হন এমপি জগলুল হায়দার। পরে আশপাশের মানুষকে নিয়ে ওই বাড়িতে ইফতার করেন তিনি।

তার বাড়িতে এমপি ইফতার নিয়ে হাজির হওয়ায় ভীষণ আনন্দিত হন আয়েশা বিবি। শুধু তাই নয়, আয়েশা বিবির বাড়িতে বসে ইফতার করেন এমপি জগলুল হায়দার।

আয়েশা বিবির যে টিনের ঘরের সামনে ইফতারের আয়োজন বসে, সেটি বর্তমান সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্মাণ করা হয়। খরচ পড়ে ৮০০০০ টাকা ।

জনহিতকর কাজের মাধ্যমে এমপি জগলুল হায়দার সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। শ্রমিকদের সঙ্গে তার মাটি কাটা, কাজের বিরতিতে শ্রমিকদের সঙ্গে পান্তাভাত খাওয়া, পথে অসহায়দের মুখে তার খাবার তুলে দেয়ার ছবি ভাইরাল হয় অন্তর্জালে।

(ঢাকাটাইমস/১৬জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা