পটুয়াখালীর শেখ কামাল সেতুর ভাঙা স্লিপারে ঘটছে দুর্ঘটনা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৭, ০৮:৩৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটা যাওয়ার পথে আন্ধারমানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতুর ফুটপাতের এক পাশের বেশ কিছু স্লিপার ভেঙে গেছে। এতে পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে পথ চলছেন। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

বিটিসিএল এর সাবমেরিন ক্যাবল লাইন স্থাপন করতে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান এসব স্লিপার ভেঙে ফেলেছে বলে অভিযোগ সেতু কর্তপক্ষের।

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ এ সেতুর ফুটপাতের ভাঙা স্লিপার দ্রুত সংস্কারের দাবি জানিয়ে পথচারী মজিবর রহমান বলেন, ফুটপাত দিয়ে যে কেউ বেখেয়ালে হাঁটলে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়বে।

অপর পথচারী লুৎফুল হাসান রানা ঢাকাটাইমসকে বলেন, গুরুত্বপূর্ণ সেতুর ফুটপথে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানের প্লেট ভাঙা অবস্থায় রয়েছে। এর ফলে প্রায়ই পথচারীরা হাঁটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে।

স্থানীয় পথচারী মিলন সরকার বলেন, প্রতিদিন এখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য ভ্রমণে আসে শতাধিক মানুষ। তারা বেখেয়ালে হাঁটতে গিয়ে প্রায়শই দুর্ঘটনায় পড়ছে।

পটুয়াখালী সওজের উপ সহকারী প্রকৌশলী মো. রিপন মিয়া ঢাকাটাইমসকে বলেন, সওজকে অবহিত না করেই শেখ কামাল সেতুর ফুটপাতের স্লিপার তুলে বিটিসিএল এর সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন করা হয়। সওজ বিষয়টি জেনে কাজে বাধা দিলে তারা কাজ বন্ধ করে দিয়েছে। তবে বিটিসিএল এর পক্ষ থেকে শিগগির ভাঙা স্লিপার পুনঃনির্মাণ করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :