রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা দুঃখজনক: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে দুঃখজনক হলেও বলতে হয়, আজকে আন্তর্জাতিক সম্প্রদায় যারা সব সময় মানবসভ্যতার কথা বলে আসছেন, যারা আত্মীয়ের সেবার কথা বলেন, মানবধিকারের কথা বলেন, তারা তাদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা চরম দুঃখজনক, যা গোটা বিশ্বকে হতাশ করেছে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এসে নির্বাচনের রূপরেখা দেবেন’ বেগম জিয়ার উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘যেকোনো ব্যক্তির সাধারণ চিন্তাভাবনা করার সুযোগ আছে, চিন্তাভাবনা করতে কোনো দোষ নেই। তবে আমরা বারবারই বলে এসেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যে গাইডলাইন দেয়া আছে, সে মোতাবেক হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীন যে নির্বাচন হবে, সে সময় এই সরকার সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে।’

‘আওয়ামী লীগ একটি উচ্চমার্গীয় মিথ্যার ফ্যাক্টরি’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির অনেক নেতা আশার জাল বুনছেন। অনেক সময় তাদের কর্মীদের মনোবল চাঙা করার জন্য কাল্পনিক কথাবার্তা বলে থাকেন। কর্মীদের মনোবল চাঙা করার জন্য এটা কাল্পনিক কথা ছাড়া কিছু না।’

এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :