যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সামরিক ভারসাম্য’ চায় পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৫

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে নিজের সামরিক বাহিনীর একটা ‘ভারসাম্য’ পূর্ণ অবস্থা চাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানায়।

এদিকে দেশটির ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠার পর এক মাসেরও কম সময়ের মধ্যে তারা জাপানের ওপর দিয়ে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, দেশটি তাদের পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়ায় প্রয়োজনে এক্ষেত্রে রাষ্ট্রের সর্ব শক্তি ব্যবহার করা হবে।

কেসিএন-এর খবরে বলা হয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত সামরিক ভারসাম্য গড়ে তোলা। যাতে মার্কিন শাসকরা বিকল্প হিসেবে সামরিক শক্তি ব্যবহারের কথা বলার সাহস না পায়।

উত্তর কোরিয়া শুক্রবার জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার আরো একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের জবাব দিতেই তারা এটি উৎক্ষেপণ করে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :