অগ্রণী ব্যাংকের পরীক্ষা হঠাৎ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৫:৪৪ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৭, ১৩:২৪

অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদের নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা দিতে এসে চাকরি প্রত্যাশীরা পরীক্ষা স্থগিত করার কথা জানতে পারেন।

নির্ধারিত কেন্দ্রের বদলে পরীক্ষার সিট অন্য কেন্দ্রে পড়ায় এটিকে কারিগরি ত্রুটি বলে বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।

বাংলাদেশে ব্যাংক কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (অডিট) পদের আজকের (১০/১১/২০১৭ তারিখের) পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হল। এই পরীক্ষার তারিখ ও সময় অতি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষা স্থগিত ঘোষণা করার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামান বলেন, ঠিকই শুনেছেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা অনেক পরীক্ষার্থী বিপাকে পড়েছেন।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক মোশাররফ হোসেন খান জানান, ৫০টি পদের বিপরীতে প্রায় ১৬ হাজার প্রার্থীর পরীক্ষা আজ কাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নেওয়ার কথা ছিল। ঢাকার দনিয়া কলেজেও পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে মিরপুর সরকারি গার্লস স্কুলে সিট পড়েছে। কিন্তু ওই স্কুলে আসনসংখ্যা কম থাকায় আজ পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। অচিরেই পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১০নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আট দফা কমার পর বাড়ল সোনার দাম

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: শিডিউল বিপর্যয়ে দিনভর যাত্রীদের ভোগান্তি

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি: স্থানীয় সরকারমন্ত্রী

ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত এলিভেটেড রেললাইন হবে: রেলমন্ত্রী

সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে

কারখানা বন্ধের প্রতিবাদ: বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, চলাচলে ভোগান্তি

আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আজ থেকে বাড়ছে ট্রেনভাড়া, জানুন কোন রুটে কত

এখনই মিলছে না মুক্তি, আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :