এভাবে চললে ক্ষমতায় ফেরা হবে না: কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:২২ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:০৯
ফাইল ছবি

দলীয় কোন্দলের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সতর্ক করে বলেছেন, এভাবে চললে আওয়ামী লীগের পক্ষে আগামী দিনে সরকারে আসা সম্ভব হবে না। রাজধানীর লালবাগে তার কর্মসূচিস্থলের পাশে কয়েক গাড়ি ময়লা ফেলে বাধা দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভায় অংশ নিয়ে কামরুল ইসলাম এই ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দলের জেরে খাদ্যমন্ত্রীর কর্মসূচিতে আসার আগেই প্রবেশপথে কয়েক গাড়ি ময়লা-আবর্জনা ফেলে রাখে এক পক্ষ।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের একাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকদের দায়ী করা হচ্ছে। আর মেয়র খোকন ঢাকাটাইমসকে বলেছেন, আওয়ামী লীগেরই একটি অংশ একজন মুক্তিযোদ্ধাকে সম্প্রতি লাঞ্ছিত করেছে এবং এতে ক্ষুব্ধ হয়ে জনগণ এই কাজ করেছে।

সভায় আওয়ামী লীগের দুই পক্ষের এই দ্বন্দ্বে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা চলতে থাকলে আগামীতে সরকার আবার ক্ষমতায় আসতে পারবে না।’

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে কামরুল আসার আগে এবং পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের অনুসারী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সাঈদ খোকনের অনুসারীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের তাড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৩ জনকে।

দুই পক্ষের এই দ্বন্দ্বের বিষয়ে সভায় কামরুল ইসলাম বলেন, ‘আপনারা বলেন শেখ হাসিনার সরকার বারবার দরকার। কিন্তু ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চললে শেখ হাসিনার সরকার আসবে না।’ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কামরুল বলেন, ‘আপনারা যেভাবে অনৈক্য দেখাচ্ছেন তা কখনো শুভ নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির এই কর্মসূচিতে যাওয়ার কথা থাকলেই দুই পক্ষের সংঘর্ষের কারণে তিনি সেখানে যাননি।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: সালাম

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :