ইফাদ অটোস ও গলফ অয়েলের চুক্তি সই

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৩১

ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে গলফ অয়েল ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে ব্যবসা শুরু করল ইফাদ অটোস লিমিটেড। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

ইফাদ অটোসের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং গলফ অয়েল ইন্টারন্যাশনালের ভাইস-চেয়ারম্যান ফ্রাঙ্ক রুট্টেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে ইফাদ অটোস যুক্তরাজ্য ভিত্তিক গলফ ইন্টারন্যাশনালের সাথে যৌথ উদ্যোগে লুব্রিকেন্ট অয়েল প্রস্তুত এবং বাংলাদেশের বাজারে সরবরাহ করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডেভিড এ্যাসলি।

অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, গালফ অয়েল ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক রুট্টেন এবং গলফ অয়েল বাংলাদেশের চেয়ারম্যান রবি চাওলা বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে গলফ অয়েল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অমলান মিত্র, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ ও দুইটি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, গালফ অয়েল ইন্টারন্যাশনালের সাথে চুক্তি নি:সন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত। প্রতিষ্ঠার পর থেকে ইফাদ যেভাবে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সমর্থ হয়েছে, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। বিগত ৩২ বছরেরও বেশি সময় ধরে ইফাদ অটোস দেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গাড়িতে ব্যবহৃত হয় এমন আরও কিছু জিনিসপত্র বাজারজাত করারও পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এনসিসি ব্যাংক ও প্রাণ আরএফএলের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

কমছে না কাঁচা মরিচের ঝাল, আলু-পেঁয়াজও লাগামহীন

ছয়বারে সোনার দাম ১০৩৭৮ টাকা বাড়ার পর কমলো ১০৮৪

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ‘স্নোটেক্স’

স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইরা ইনফোটেকের মধ্যে চুক্তি 

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কার পেল বিএইচবিএফসি

‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল 

বিসিএসআইআর এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা চুক্তি 

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রংপুরে শুরু হলো গ্রাহক সচেতনতা সপ্তাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :