প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর পাঁচ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৯:৫৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কৃতী শিক্ষার্থী।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয় এই পদক প্রদান অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা করে।

অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, লিভার বিভাগের অধ্যাপক ডা. সেলিমুর রহমান, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবতোষ কুমার পাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পাওয়া পাঁচ কৃতী শিক্ষার্থী হলেনÑ মেডিসিন অনুষদের মনোরোগবিদ্যা বিভাগের ডা. হোসনে আরা, সার্জারি অনুষদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডা. জান্নাতুল ফেরদৌস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের ডা. ফাতিহা তাসমিন জীনিয়া, ডেন্টাল অনুষদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের ডা. দেওরিকা প্রসাদ বাজগাই, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মো. শাখাওয়াত হোসেন চৌধুরী।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :